ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

‘বিএনপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৭
‘বিএনপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে’

কুষ্টিয়া: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। তাদের কোনো লক্ষ্য নেই, কোনো ভিশন নেই। লক্ষ্যহীনভাবে তাদের কর্মসূচি চলছে।

রোববার (০৩ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া শহরের পিটিআই রোডের নিজ বাসভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি।

‘সংলাপের আগেই নির্বাচন কমিশনের সীমানা পুনর্নির্ধারণ দেশবাসীকে শঙ্কিত করে তুলেছে’- বিএনপির এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহবুব-উল আলম হানিফ বলেন, নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে ভোটারদের ভারসাম্য রক্ষায় সীমানা পুনর্নির্ধারণ করা হবে।

এটি পলিসির বিষয়, এ নিয়ে আতঙ্কের কিছু নেই।

জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা ও দলীয় নেতাকর্মীসহ তার নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৭
আরবি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।