ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

সহায়ক সরকার ছাড়াই নির্বাচনে আসবে বিএনপি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৭
সহায়ক সরকার ছাড়াই নির্বাচনে আসবে বিএনপি বক্তব্যে ওবায়দুল কাদের, ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, সহায়ক সরকারের মতো ‘মামা বাড়ির আবদার’ তারা যতোই করুক; এটি ছাড়াই তারা নির্বাচনে আসবে।

সোমবার (০৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বেগমগঞ্জ ও লক্ষ্মীপুর সড়ক পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, বিএনপি আন্দোলন ডেকে ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখে।

বেহাল রাস্তার চাইতে বিএনপির অবস্থা আরও খারাপ। আন্দোলন করার সক্ষমতা তাদের কতটুকু আছে তা জানি না, তবে এতোটুকু জানি যে বাংলাদেশের জনগণ তাদের সঙ্গে নেই। যদি জনগণ তাদের সঙ্গে থাকতো তাহলে ঘোষণা দিয়ে দুই চারশ’ লোক নিয়ে ঢাকা শহরে মিছিল বের করতে পারতো।

রাস্তাঘাট নিয়ে তিনি বলেন, অতিবৃষ্টিতে রায়পুর-লক্ষ্মীপুর ও বেগমগঞ্জ সড়কের যে ক্ষতি হয়েছে তা ১৫ দিন থেকে এক মাসের মধ্যে সংস্কার করা হবে।  

এ কাজের জন্য ৯৪ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।

পরে স্থানীয় চন্দ্রগঞ্জ বাজারে আওয়ামীলীগ আয়োজিত এক পথসভায় বক্তব্য রাখেন মন্ত্রী। এসময় তিনি আগামী সংসদ নির্বাচনে নৌকায় ভোট চান।

সঙ্গে ছিলেন, সংসদ সদস্য একে এম শাহজাহান কামাল, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা যুবলীগের আহবায়ক এ কে এম সালাহ উদ্দিন টিপু, জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।