ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপি নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে চায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৭
বিএনপি নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে চায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

ভোলা: বিএনপি নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে চায় বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।


তিনি বলেছেন, পৃথিবীর বহু দেশে সংসদ রেখে নির্বাচন হয়। এদেশেও সংসদ রেখেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে আর বর্তমান সরকার নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে। কিন্তু বিএনপি যে কোনো বিষয়কে বিতর্কিত করতে চায়। তারা নির্বাচন কমিশনকেও বিতর্কিত করতে চায়।

সোমবার (৪ সেপ্টেম্বর) ভোলা শহরের বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
এসময় মন্ত্রী বলেন, বর্তমান সরকারের অধীনেই ২০১৯ সালে নির্বাচন হবে এবং সে নির্বাচনে সব দলই অংশগ্রহণ করবে। আগামী নির্বাচনে অংশগ্রহণ করা ছাড়া বিএনপির সামনে কোনো বিকল্প নেই। কারণ গেল নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করে ভুল করেছে।  
নির্বাচনের জন্য দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, তৃণমূল থেকেই সুসংগঠিত হতে হবে। বর্তমানে জেলার চারটি সংসদীয় আসনের অবস্থা অনেক ভালো।

এ সরকারের আমলে ভোলার অনেক উন্নয়ন হয়েছে এবং গ্যাসকে কাজে লাগিয়ে শিল্প কারখানা গড়ে উঠলে বহু মানুষের কর্মসংস্থান হবে, যোগ করেন মন্ত্রী।  

তিনি বলেন, ভোলা জেলা রক্ষার্থে প্রধানমন্ত্রী ১৬শ’ কোটি টাকার বরাদ্দ দিয়েছেন এবং ভোলা-বরিশাল ব্রিজ স্থাপনের পরিকল্পনা করেছেন। এতে মূল ভুখণ্ডে সঙ্গে যুক্ত হবে দ্বীপ জেলা ভোলা। এতে ভোলা হবে বাংলাদেশের শ্রেষ্ঠ জেলা।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ সদর উপজেলার ১৩ ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।