ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

কে ভাসবে, কে ডাঙ্গায় থাকবে সেটা জনগণ বলতে পারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৭
কে ভাসবে, কে ডাঙ্গায় থাকবে সেটা জনগণ বলতে পারে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

কুষ্টিয়া: জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, কোনো প্রস্তাব ও  রূপরেখা ছাড়া নির্বাচন নিয়ে খালেদা জিয়া এবং বিএনপির শোরগোল আসলে চক্রান্তমূলক। সুষ্ঠু নির্বাচন হলে কে সাগরে ভেসে যাবে, আর কে ডাঙ্গায় থাকবে সে ভবিষ্যাৎ বাণী কেবল মাত্র জনগণ করতে পারে। 

কোনো রাজনৈতিক নেতাকর্মী এ ধরনের কথা বলতে পারেন না। এটা দায়িত্বজ্ঞানহীন উক্তি, মন্তব্য ইনুর।


 
সোমবার (০৪ সেপ্টেম্বর) সকালে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেয়ার আগে “নির্বাচন দিলে সরকার সাগরের পানিতে ভেসে যাবে”- বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন উক্তির জবাবে তিনি এ মন্তব্য করেন।  

ইনু এসময় আরো বলেন, নির্বাচন বিএনপির কোনো এজেন্ডা নয়। বিএনপির এজেন্ডা হলো- যে কোনো পন্থায় শেখ হাসিনার বৈধ সাংবিধানিক সরকারকে উচ্ছেদ করা। এ চক্রান্ত সফল হবে না। বাংলাদেশ সাংবিধানিক পদ্ধতিতেই চলবে এবং যথাসময়ে সাংবিধানিকভাবে নির্বাচন হবে।  

এ সময় উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।