ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

স্বাধীনতা বিরোধীদের সঙ্গে কোনো সংলাপ নয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৭
স্বাধীনতা বিরোধীদের সঙ্গে কোনো সংলাপ নয় দৌলতখান উপজেলা কমপ্লেক্স ভবনের উদ্বোধনকালে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ছবি: বাংলানিউজ

ভোলা: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, যারা বঙ্গবন্ধুর খুনি, ১৯৭১ এর মানবতা ও স্বাধীনতা বিরোধীদের সঙ্গে ঐক্য গড়েছেন তাদের সঙ্গে কোনো সমঝোতা-সংলাপ হতে পারে না। নির্ধারিত সময়ের মধ্যেই এ সরকারের অধীনেই আগামী একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেলে দৌলতখান উপজেলায় আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী গত নির্বাচনের সময় সংলাপের জন্য আহ্বান করে ছিল তিনি আসেন নি।

এখন তারা সংলাপ করতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের মর্যাদার আসনে আসীন হয়েছে এবং বাংলাদেশ হয়েছে উন্নয়নের রোল মডেল।

তোফায়েল আহমেদ বলেন, ভোলার নদী ভাঙন রোধকল্পে ১৬’শ কোটি টাকা বরাদ্দ হয়েছে, খুব শিগগির ভোলা-বরিশাল ব্রিজ নির্মাণ হবে এবং গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হবে।  

জনসভায় ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা জেলা আওয়ামী লীগের সম্পাদক আবদুল মমিন টুলু জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু, দৌলতখান উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম খান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব।

এর আগে, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ৬ কোটি ১১ লাখ টাকা ব্যায়ে নব-নির্মিত দৌলতখান উপজেলা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন।  

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৭
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।