ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

কাদের সিদ্দিকীকে দেখতে হাসপাতালে ওবায়দুল কাদের 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৭
কাদের সিদ্দিকীকে দেখতে হাসপাতালে ওবায়দুল কাদের  কাদের সিদ্দিকীকে দেখতে হাসপাতালে ওবায়দুল কাদের 

ঢাকা: ডেঙ্গু জ্বরে আক্রান্ত কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীকে দেখতে হাসপাতালে গেলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে কাদের সিদ্দিকীকে দেখতে যান তিনি।  

এসময় মন্ত্রী কাদের সিদ্দিকীর শয্যাপাশে কিছুক্ষণ বসেন ও তার চিকিৎসার খোঁজখবর নেন।

 

এসময় বিএসএমএমইউ-এর উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।  

গত রোববার (৩ সেপ্টেম্বর) কাদের সিদ্দিকী ডেঙ্গু জ্বর নিয়ে বিএসএমএমইউ হাসপাতালের মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহর অধীনে ভর্তি হন।  

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৭
আরআর


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।