ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

শাহজাদপুরে প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ নেতা আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৭
শাহজাদপুরে প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ নেতা আহত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিপক্ষের হামলায় মারুফ হাসান সুনাম (২৮) নামে এক ছাত্রলীগ নেতা আহত হয়েছেন। 

বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে শাহজাদপুর পৌর এলাকার নুর মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। মারুফ পৌর এলাকার মনিরামপুর বাজার মহল্লার মৃত রঞ্জন হোসেনের ছেলে।

তিনি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি।  

প্রত্যক্ষদর্শী উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রাজিব শেখ জানান, দুপুরে নুর মার্কেটের সামনে বসেছিলেন মারুফ। এ সময় হঠাৎ উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব ওয়াহিদ কাজলের সমর্থক নেছারুল, সেতু, মামুন জীবনসহ ১৫/২০ জন এসে তাকে পিটিয়ে আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে এবং পরে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান।  

উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব ওয়াহিদ কাজল অভিযোগ অস্বীকার করে বলেন, আহত মারুফ এবং হামলাকারী নেছারুল, সেতু, মামন, জীবনসহ সবাই সাবেক এমপি চয়ন ইসলামের সমর্থক। মঙ্গলবার তার একটি সভাকে কেন্দ্র করে তাদের মধ্যে দ্বন্দ্ব হয়। এ দ্বন্দ্বের জের ধরে হামলার ঘটনা ঘটতে পারে।  

শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) গোলজার হোসেন বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।  

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।