ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

৮ সেপ্টেম্বর সারাদেশে বিএনপির মানববন্ধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৭
৮ সেপ্টেম্বর সারাদেশে বিএনপির মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নবাবগঞ্জ (ঢাকা): রোহিঙ্গাদের উপর নির্যাতনের প্রতিবাদ ও বাংলাদেশে তাদের আশ্রয়, খাদ্য এবং চিকিৎসা নিশ্চিতের দাবিতে ৮ সেপ্টেম্বর সারাদেশে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।  

বুধবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১০ম কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ মানববন্ধনের ঘোষণা দেন তিনি। ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের কলাকোপা পুকুরপাড় গ্রামের বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দোহার উপজেলা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিজভী বলেন, মায়ানমারে মুসলিম রোহিঙ্গারা হত্যা, নির্যাতন, ধর্ষণের শিকার হচ্ছে। কিন্তু সরকার এ দৃশ্য দেখেও নিশ্চুপ রয়েছে। মুসলিম জাতি হিসেবে প্রতিবাদ না করা এটি একটি নেক্কার ঘটনা। তাই রোহিঙ্গাদের উপর নির্যাতনের প্রতিবাদ ও বাংলাদেশে তাদের আশ্রয়, খাদ্য এবং চিকিৎসা নিশ্চিতের দাবিতে ৮ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সারাদেশে মাবনবন্ধন কর্মসূচি পালন করবে বিএনপি।

তিনি সারাদেশের প্রতিটি জেলা ও উপজেলায় এ কর্মসূচি পালনের জন্য নেতাকর্মীদের আহ্বান জানান।

রিজভী আওয়ামী লীগ সরকারকে উদ্দেশ্য করে বলেন, সারাদেশে বিএনপি নেতাকর্মীদের নির্যাতন করছে সরকার। প্রতিবাদ করলেই মামলা হামলা দিয়ে বিএনপি ছিন্ন-ভিন্ন করার চেষ্টা করা হচ্ছে। গত ঈদের আগে ছয়জন বিএনপি নেতা, ব্যাংকার, ব্যবসায়ীকে গুম করা হয়েছে। এ সরকার ক্ষমতার বলে নিম্ন আদালতকে জিম্মি করে রেখেছে। তাই দেশে আইনের প্রতি কোনো শ্রদ্ধাবোধ নেই। পুলিশ যা ইচ্ছা তাই করছে। এ বিষয়ে বিচার চাইতে গেলে তাদের উপরও নির্যাতন চালায় পুলিশ বাহিনী। এ অবস্থায় দেশ চলতে দেয়া যাবে না। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে খালেদা জিয়ার ডাকে সাড়া দিয়ে শিগগিরই আন্দোলনে নামবে বিএনপি।

ঢাকা জেলা বিএনপির সহ সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক।

এসময় আরো উপস্থিত ছিলেন- বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমীরুল ইসলাম, অ্যাডভোকেট কামরুল ইসলাম, গাজীপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহরাব উদ্দিন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, দোহার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুদ পারভেজ, নবাবগঞ্জ উপজেলা বিএনপি নেতা খন্দকার আবুল কালাম, আব্দুল ওয়াহিদ, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৭
আরবি/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।