ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

গাইবান্ধায় ইয়াবা সেবনের দায়ে ইউপি চেয়ারম্যান কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৭
গাইবান্ধায় ইয়াবা সেবনের দায়ে ইউপি চেয়ারম্যান কারাগারে

গাইবান্ধা: ইয়াবা ট্যাবলেট সেবনের অপরাধে গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে তাকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়।  

রফিকুল ইসলাম জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক।

তিনি রামচন্দ্রপুর গ্রামের মজিবর রহমানের ছেলে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম বাংলানিউজকে জানান, বুধবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে জেলার পলাশবাড়ী উপজেলার রওশনবাগ গ্রামের এক বাড়িতে ইয়াবা সেবন করছিলেন রফিকুল। খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা সেবনরত অবস্থায় তাকে ও তার এক সহযোগীকে আটক করে। এসময় তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

ওসি আরও জানান, মাদক সেবনের অভিযোগে চেয়ারম্যান রফিকুল ইসলামের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।  

বৃহস্পতিবার দুপুরে চেয়ারম্যান ও তার সহযোগীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।