ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

কুষ্টিয়ায় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৭
কুষ্টিয়ায় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত ২

কুষ্টিয়া: কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের বাখইল গ্রামে এ সংঘর্ষ হয়।  নিহতরা হলেন- একই এলাকার মজিবর রহমানের ছেলে বিল্লাল (৩২) ও মৃত কলিউদ্দিনের ছেলে এনামুল (৩৫)।

 

আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

ইসলামি বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, ঝাউদিয়া ইউনিয়নের চাপাইগাছি বিলের দখল নিয়ে দীর্ঘদিন ধরে সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান কেরামত আলী এবং ঝাউদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান বখতিয়ার বিশ্বাসের সমর্থকদের মধ্যে বিরোধ চলছে। এর জের ধরে দুপুরে বখতিয়ার বিশ্বাসের সমর্থকরা কেরামত আলীর সমর্থকদের ওপর হামলা চালান। এ খবর ছড়িয়ে পড়লে দু’পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে কেরামত আলীর সমর্থক বিল্লাল ও বখতিয়ার বিশ্বাসের সমর্থক এনামুল নিহত হন। এতে আহত হন উভয়পক্ষের কমপক্ষে ১০ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েক রাউন্ড টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 

তিনি আরো জানান, সংঘর্ষের সঙ্গে জড়িত ১০ জনকে আটক করা হয়েছে। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।


বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।