ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

বাংলাদেশের অর্থনৈতিক পরিবর্তনের পথিকৃত সাইফুর রহমান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৭
বাংলাদেশের অর্থনৈতিক পরিবর্তনের পথিকৃত সাইফুর রহমান বাংলাদেশের অর্থনৈতিক পরিবর্তনের পথিকৃত সাইফুর রহমান/ছবি: সুমন শেখ

ঢাকা: বাংলাদেশের অর্থনৈতিক পরিবর্তনের পথিকৃত এম সাইফুর রহমান বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
 
সাবেক অর্থমন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমানের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ স্মরণ সভার আয়োজন করেন ‘এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ’।


 
স্মরণ সভায় মির্জা ফখরুল বলেন, সাইফুর রহমান বাংলাদেশকে অনেক কিছু দিয়ে গেছেন। বাংলাদেশের অর্থনৈতিক পরিবর্তনের পথিকৃত এম সাইফুর রহমান। তার সম্পর্কে কথা বলতে গেলে অনেক কিছু বলতে হয়। আমি শুধু এতটুকু বলবো উনি একজন সাচ্চা দেশপ্রেমিক।
 
তিনি বলেন, আজকে বর্তমান সরকার বাহবা নিতে চায়। এই সাইফুর রহমানের হাত ধরেই ভ্যাট চালু হয়েছে। অনেক সমালোচনা হয়েছিল তার। আজকে এই ভ্যাটই অর্থনীতির মূল চাবিকাঠি।
 
বর্তমান সরকার মিথ্যা কথা বলে দাবি করে তিনি বলেন, সরকার ভুল তথ্য তুলে ধরে জনগণকে বিভ্রান্ত করে। তারা বলে, আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়িয়েছি, অনেক কিছু করেছি, উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে। এই সাইফুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭ ভাগ ছাড়িয়েছিলো। তার হাত ধরেই বিএনপি সরকারের শেষ সময়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে, গ্রামীণ অর্থনীতি সমৃদ্ধ হয়েছে।
 
তিনি বলেন, আমি এই মাত্র খবর পেলাম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব বলেছেন, ‘বিএনপি রোহিঙ্গাদের মানবিকতা দেখতে গিয়ে তারা নিজেরাই সংঘর্ষে লিপ্ত হয় কিনা, সেটা নিয়ে আমি শঙ্কিত। তারা সভা সমাবেশ ডাক দিলে সংঘর্ষে লিপ্ত হয় আর দায় চাপায় আওয়ামী লীগের উপর’-- এ কথাটা কিন্তু অশনি সংকেত। এ ধরনের কথা বলার অর্থই হচ্ছে তাদের মাথার মধ্যে কিছু একটা আছে। আপনারা আজকের খবরের কাগজে দেখেছেন আওয়ামী লীগ নেতারা নিজেদের মধ্যে মারামারি করেছে।
 
রোহিঙ্গাদের বিষয়ে মির্জা ফখরুল বলেন, রোহিঙ্গা প্রশ্নে আজকে সমস্ত বিশ্ব সোচ্চার হয়ে উঠেছে। আমরা রোহিঙ্গা ইস্যুর সমাধান চাই। এখানে আমাদের সরকার একটু সুবিধাবাদী অবস্থান গ্রহণ করেছেন। তারা হিন্দু না মুসলমান ওই কথা আমরা জিজ্ঞাসা করতে চাই না, তারা মানুষ। মায়ানমারকে বাধ্য করতে হবে এই রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে।
 
অনুষ্ঠানে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের প্রধান পৃষ্ঠপোষক এম নাসের রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি বকশি ইকবাল আহমদ।
 
অনুষ্ঠানে এম সাইফুর রহমানের জীবনী নিয়ে লেখা একটি স্মরণীকার মোড়ক উন্মোচন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
 
এসময় সেখানে আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সাংগঠনিক সম্পাদক বজলুল হক মিলন, অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সমাজকল্যান সম্পাদক কামরুজ্জামান রতন, হবিগঞ্জের পৌর মেয়র জি কে গউছ, ওলামা দলের সভাপতি মাওলানা আব্দুল মালেক, সাইফুর রহমান স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল মতিন চৌধুরী প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৭ 
এসআইজে/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।