ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ২ নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৭
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ২ নেতা আটক

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপি আয়োজিত মানববন্ধন থেকে দলটির দুই নেতাকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (০৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসসক্লাবের সামনে থেকে তাদের আটক করা হয়।  

আটক ব্যক্তিরা হলেন- জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক আলী আজম ও জেলা শ্রমিকদলের সাংগঠনিক মো. মোস্তফা।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন জানান, সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা রোহিঙ্গা ইস্যুতে মানববন্ধন করার জন্য প্রেসক্লাবের সামনে জড়ো হন। এসম পুলিশ এসে তাদের দুই নেতাকে আটক করে নিয়ে যায়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন জানান, পুলিশের বিশেষ অভিযানে ওই দু’জনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।