ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতের আমিরসহ ১৫ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৭
ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতের আমিরসহ ১৫ নেতাকর্মী আটক

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে কুমিল্লা জেলা উত্তর ও ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের আমিরসহ ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।  এ সময় তাদের কাছ থেকে কিছু জিহাদী বইসহ সাংগঠনিক কাগজপত্র জব্দ করা হয়।

শুক্রবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে শহরের মোড়াইল এলাকার জামায়াত সমর্থক চিকিৎসক ডাক্তার ফরিদ উদ্দিনের মালিকানাধীন মডেল জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক নেতাকর্মীরাদের মধ্যে কুমিল্লা উত্তর জেলা জামায়াতে আমির আবদুল আউয়াল ও ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের আমির সৈয়দ গোলাম সরোয়ারের নাম জানা গেছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, জামায়াতের নেতাকর্মীরা সেখানে গোপন মিটিং করছিলেন খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ০৮ সেপ্টেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।