ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

শৈলকুপায় আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৭
শৈলকুপায় আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

ঝিনাইদহ: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ১০টি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে।

শুক্রবার (০৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার আবাইপুর ইউনিয়নের মিনগ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- মিনগ্রামের সুজন বিশ্বাস (৪০), মুন্না মোল্লা (৪৫), রাসেল আহম্মেদ (২৬), রাশেদ আহম্মেদ (২৪), কামরুল হোসেন (৪০), রোকন বিশ্বাস (৩৫) ও  রাশেদ আলীসহ (২২) ১০ জন।

তাদের ঝিনাইদহ ও মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আবাইপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হেলাল উদ্দিন বিশ্বাস ও সাবেক চেয়ারম্যান মুক্তার আহম্মেদ মৃধার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে বিকেলে হেলাল বিশ্বাসের সমর্থক কালাম মাস্টারের লোকজন মুক্তার মৃধার সমর্থক চেরাগ আলীর বাড়িতে হামলা চালায়। এসময় মুক্তার মৃধার সমর্থক টুটুল বিশ্বাস, আক্কাস আলী, আজিবর মোল্লা, বকু বিশ্বাস, রওশন আলী, ইকবাল আলী, রাশেদুল ইসলাম, রফিকুল ইসলাম, মফিজ বিশ্বাস, মনজের বিশ্বাসসহ ১৫ জনের বাড়িঘর ভাঙচুর করা হয়। পরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ১০ জন আহত হন।

ঝিনাইদহের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদী বাংলানিউজকে জানান, এ ঘটনায় পাঁচ জনকে আটক করা হয়েছে। সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।