ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

‘ষড়যন্ত্র না করে রোহিঙ্গা সমস্যা সমাধানে কাজ করুন’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৭
‘ষড়যন্ত্র না করে রোহিঙ্গা সমস্যা সমাধানে কাজ করুন’ ঝালকাঠিতে তথ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। ছবি: বাংলানিউজ

ঝালকাঠি: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, লন্ডনে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র না করে, বিশ্ব মানবতাবাদী সংগঠনের সঙ্গে কথা বললে রোহিঙ্গাদের জন্য কাজ হবে। 

শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে‍ ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘ঝালকাঠি সচেতন নাগরিক কমিটি’র (সনাক) আয়োজনে দুই দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।  

আমির হোসেন আমু বলেন, ষড়যন্ত্র বন্ধ করে রোহিঙ্গা সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব দরবারে যে কাজগুলো করছেন, তাতে সহযোগিতা করুন।

 

সনাক সভাপতি অধ্যাপক লাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক হামিদুল হক, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার শাহ আলম, পুলিশ সুপার (এসপি) জোবায়েদুর রহমান প্রমুখ।

‘তথ্যই শক্তি’ এবং ‘জানবো, জানাবো, দুর্নীতি রুখবো’ স্লোগানে জেলা প্রশাসনের সহযোগিতায় তথ্য মেলায় বিভিন্ন দফতরের ২৪টি স্টল স্থান পেয়েছে।  

রোববার (১০ সেপ্টেম্বর) শেষ হওয়া এ তথ্য মেলা সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উম্মুক্ত থাকবে।

বাংলা‌দেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, সে‌প্টেম্বর ০৯, ২০১৭
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।