ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

ভোটের মাধ্যমে হারানো গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৭
ভোটের মাধ্যমে হারানো গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে বানভাসীদের মধ্যে ত্রাণ বিতরণ করেছন আব্দুল্লাহ আল নোমান

সিরাজগঞ্জ: ভোটের মাধ্যমে হারানো গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। জনগণের বলে বলিয়ান হয়ে গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াইয়ে বিএনপি বিজয়ী হবে। সেদিন আর বেশি দূরে নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।

রোববার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বেলকুচি পৌর শহরের বাইরে আলিমের নিজ গ্রাম তামাই উচ্চ বিদ্যালয় মাঠে বানভাসীদের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

বানভাসীদের পাশে সরকার নেই দাবি করে আব্দুল্লাহ আল নোমান বলেন, তারা নিজেরাও ত্রাণ দিচ্ছে না।

বিএনপি যদি যেখানে ত্রাণ দিতে যাচ্ছে তাতেও বাধা দেওয়া হচ্ছে। মানুষ আজ দিশেহারা হয়ে পড়েছে। নানামুখী সংকটের মধ্যে রয়েছে দেশ। গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে এ সংকট দূর করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান ঢালী, আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সরাফ আলী সপু, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, হাসান মামুন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি আব্দল ওহাব প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।