ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

রোহিঙ্গাদের জন্য বিএনপির মায়াকান্না মানায় না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৭
রোহিঙ্গাদের জন্য বিএনপির মায়াকান্না মানায় না

ঢাকা: অং সান সুচির হাতে যেমন রোহিঙ্গাদের রক্ত মাংসের পোড়া গন্ধ, তেমনি বিএনপি নেতাদের হাতেও সাধারণ মানুষের রক্ত মাংসের পোড়া গন্ধ। তাই রোহিঙ্গাদের জন্য বিএনপির মায়াকান্না মানায় না।

সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির 'সাগর-রুনি' মিলনায়তনে স্বাধীন বাংলা বেতারের কিংবদন্তি কণ্ঠশিল্পী আবদুল জব্বারের মৃত্যুতে জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত শোকসভায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এ কথা বলেন।

রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে বিএনপি রাজনীতি করার চেষ্টা করছে উল্লেখ করে সরকারি দলের এই মুখপাত্র বলেন, দেশের মানুষ যখন বন্যায় ভাসছিল তখন বিএনপি নেত্রী লন্ডনে বসে শপিং করছিলেন।

খালেদা জিয়া পারতেন রোহিঙ্গাদের দুর্দশা দেখে ছুটে আসতে। কিন্তু আসেননি, তারা এখন রোহিঙ্গা ইস্যু নিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন।

সারা বিশ্ব যখন রোহিঙ্গা ইস্যু নিয়ে সরকারের প্রশংসা করছে তখন বিএনপি চুপ করে বসে আছে জানিয়ে তিনি বলেন, জাতিসংঘের মহাসচিব, আমেরিকা ও তুরস্কের প্রেসিডেন্টসহ বিভিন্ন দেশে রোহিঙ্গা ইস্যু নিয়ে সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করছেন। আর বিএনপি চুপ। আসলে বিএনপি কারও প্রশংসা করতে পারে না। আর করবেই বা কীভাবে, লন্ডনে খালেদা জিয়া ব্যস্ত আইএসআই'র সঙ্গে বৈঠকে এবং মির্জা ফখরুল ইসলাম ব্যস্ত প্রেসক্লাবের সামনে মানববন্ধন নিয়ে।

এ সময় তিনি নোবেল পুরস্কারের কমিটিকে উদ্দেশ্য করে বলেন, সু চি’র মতো শান্তিতে নোবেল পুরস্কার পেয়ে কেউ যেন আর এমন বর্বরতা কেউ না করতে পারে সে বিষয়েও নোবেল কমিটিকে চিন্তা করতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ বর্তমানে ১০ লাখ রোহিঙ্গা বসবাস করছে। এর মধ্যে ৭ লাখ নিবন্ধিত ও বাকিরা নিবন্ধিত নয়। বাংলাদেশ পৃথিবীর সর্বোচ্চ ঘনবসতির দেশ। তার মধ্যে এই বিশাল বিদেশি নাগরিকদের সাহায্য করা সম্ভব নয়। তারপরেও আমরা যথাযথ চেষ্টা করে যাচ্ছি।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সদ্য প্রয়াত শিল্পী আবদুল জব্বারের স্মৃতিচারণ করে বলেন, মুক্তিযুদ্ধ চলাকালীন শিল্পী আবদুল জব্বার মুক্তিযোদ্ধাদের উৎসাহ বাড়াতে অনেক কালজয়ী গান গেয়েছেন। এসব অমর শিল্পীদের কারণেই মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট এতো সহজে রচিত হয়েছিল।

আয়োজক সংগঠনের সভাপতি এম জলিলের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা এম এ করিম ও ইতিহাসবিদ সিরাজ উদ্দিন আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ঘণ্টা  সেপ্টেম্বর ১১,২০১৭
এমএসি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।