ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

১৯৭৮ এর চুক্তির আলোকে রোহিঙ্গা সমস্যা সমাধানের আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৭
১৯৭৮ এর চুক্তির আলোকে রোহিঙ্গা সমস্যা সমাধানের আহ্বান

ঢাকা: মিয়ানমারের সঙ্গে ১৯৭৮ সালে করা চুক্তির আলোকে রোহিঙ্গা সমস্যা সমাধানে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (১১ সেপ্টেম্বর)  রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্সে খালেদা জিয়ার দশম কারামুক্তি দিবসের আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।  

তিনি বলেন,রোহিঙ্গাদের বিষয়ে মিয়ানমার সরকারের বক্তব্য সঠিক নয়।

জিয়াউর রহমান কর্তৃক ১৯৭৮ সালে করা চুক্তিতে এ বিষয়টি স্পষ্ট  আছে।  

রোহিঙ্গাদের উপর নিপীড়নকে জাতিগত নিধন আখ্যা দিয়ে তিনি বলেন, সারা বিশ্ববাসী বলছে এটা গণহত্যা। অথচ এমন স্পর্শকাতর বিষয়ে বাংলাদেশ সরকার নিজেদের অবস্থান পরিষ্কার করতে পারছে না। বরং তারা মিয়ানমার সরকারের সুরে কথা বলছে।  

এসময় তিনি রোহিঙ্গা গণহত্যায়  সরকারের ভূমিকার সমালোচনা করে বলেন, সরকার রোহিঙ্গাদের পাশে না থাকলেও ১৬ কোটি মানুষ তাদের সঙ্গে থাকবে।

এছাড়া মিয়ানমারের সঙ্গে ৭৮ সালে করা চুক্তি অনুযায়ী জাতিগত নিধন বন্ধে উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এই সিনিয়র নেতা।  

এ সময় তিনি রাজনীতির সব পথ রুদ্ধ করে কেউ পার পাবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন।  

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব বরকতুল্লা বুলু প্রমুখ।  

বাংলাদেশ সময় ১৭৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর, ১১
এএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।