ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

‘রাখাইনের মত দেশেও দমন পীড়ন চালিয়েছে সরকার’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৭
‘রাখাইনের মত দেশেও দমন পীড়ন চালিয়েছে সরকার’ বক্তব্য রাখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ; ছবি- জি এম মুজিবুর

ঢাকা: বর্তমান সরকার রাখাইনের মতো বাংলাদেশেও দমন পীড়ন চালিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

সোমবার(১১ সেপ্টেম্বর) রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্সে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।  

মির্জা ফখরুল বলেন, তারা(সরকার) জনগণের কন্ঠরোধ করতে গুম-খুনের পথ বেছে নিয়েছে।

কারণ, তারা জেনে গেছে এই মুহূর্তে নির্বাচন হলে, তাদের পরাজয় হবে।

সাবমেরিন নিয়ে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের সমালোচনা করে ফখরুল বলেন, বাংলাদেশে সাবমেরিনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন খালেদা জিয়া।

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৭
এএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।