ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

রোহিঙ্গা সংকটের মাধ্যমে দেশে জঙ্গি তৎপরতার শঙ্কা নেই

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৭
রোহিঙ্গা সংকটের মাধ্যমে দেশে জঙ্গি তৎপরতার শঙ্কা নেই স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ  নাসিম

মধুপুর (টাঙ্গাইল): স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ  নাসিম বলেছেন, রোহিঙ্গা সংকটের মাধ্যমে সারাদেশে জঙ্গি তৎপরতার কোনো শঙ্কা নেই। এ নিয়ে সরকার কোনো চাপেও নেই। 

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে টাঙ্গাইলের মধুপুর ও ঘাটাইল উপজেলায় স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি উদ্বোধন শেষে মধুপুর অডিটোরিয়ামে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।  

এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দেয়া হয়েছে।

একটা সময় পর তাদের ফিরিয়ে নিতে হবে।  

নাসিম জানান, রোহিঙ্গাদের খাদ্য সরবরাহ ও স্বাস্থ্য সেবায় সরকারের ১২১টি টিম কাজ করছে।  

এসময় তিনি বিশ্ব নেতাদের প্রতি রোহিঙ্গাদের পুনর্বাসনে এগিয়ে আসার আহ্বান জানান।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চীন ও ভারতকে এ সংকটে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। আশা করি, ইতিবাচক সাড়া মিলবে।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।