ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

নোয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের নতুন ৩ কমিটি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৭
নোয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের নতুন ৩ কমিটি

নোয়াখালী: নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) সংসদীয় আসনের এক পৌরসভা ও দুই উপজেলায় বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের তিনটি নতুন কমিটি গঠন করা হয়েছে। 

নবগঠিত কমিটিগুলো হলো- নোয়াখালী পৌর স্বেচ্ছাসেবক দল, নোয়াখালী সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল ও সুবর্ণচর উপজেলা স্বেচ্ছাসেবক দল।

বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ জাফর উল্লাহ রাসেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

ফারুক হোসেন নয়নকে নোয়াখালী পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও মো. মনির হোসেন মনিরকে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়েছে। আবদুল জব্বার ক্যাপটিন সিনিয়র সহসভাপতি ও শামছুদ্দিন শামুকে সিনিয়র যুগ্ম সম্পাদক করা হয়েছে।

মজিবুল হক রনিকে নোয়াখালী সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও ওমর ফারুক অভিকে সাধারণ সম্পাদক করা হয়েছে।  

সাহাব উদ্দিন স্বপনকে সুবর্ণচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং রিয়াজ উদ্দীন শাকিল ও এনায়েতুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।