ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

কুমিল্লা দক্ষিণ জেলা আ.লীগের প্রতিনিধি সভা শুক্রবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৭
কুমিল্লা দক্ষিণ জেলা আ.লীগের প্রতিনিধি সভা শুক্রবার

কুমিল্লা: কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভা শুক্রবার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।

এদিন দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার জুনাব আলী কলেজ মাঠে এ সভার আয়োজন করা হয়েছে।

বুধবার (১৩ সেপ্টম্বের) কুমিল্লা জেলা (দক্ষিণ) আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম রতন বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, প্রতিনিধি সভায় প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আর আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক কে এম এনামুল হক শামীম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।  

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সভায় উপস্থিত থাকবেন দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক ও রেলমন্ত্রী মুজিবুল হক।  

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৭
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।