ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহে ছাত্রলীগের দু’গ্রুপে উত্তেজনা, পুলিশের গুলি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৭
ময়মনসিংহে ছাত্রলীগের দু’গ্রুপে উত্তেজনা, পুলিশের গুলি

ময়মনসিংহ: ময়মনসিংহে আধিপত্য বিস্তার কেন্দ্র করে ছাত্রলীগের দু’পক্ষের মুখোমুখি অবস্থানের ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় এ ঘটনায় পুলিশ ২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বাংলানিউজকে জানান, ছাত্রলীগের অনি ও খোকন গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার কেন্দ্র করে নগরীর বাউন্ডারি রোড এলাকায় দু’পক্ষ মারমুখী অবস্থান নেয়।

এতে তীব্র উত্তেজনা তৈরি হয়।

পরে ২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

বাংলাদেশ সময় ২১১০ ঘন্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৭ 
এমএএএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।