ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

‘যদি নিজেদের ক্ষতি না করি, বিএনপি ক্ষতি করতে পারবে না’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৭
‘যদি নিজেদের ক্ষতি না করি, বিএনপি ক্ষতি করতে পারবে না’ কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখছেন ওবায়দুল কাদের

কুমিল্লা: যদি আওয়ামী লীগ নিজেদের ক্ষতি না করে তবে বিএনপিকে ভয় পাওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে ভয় পাওয়ার কারণ নাই। আমি ভয় পাই যখন আওয়ামী লীগের মুখের কথা মনের কথা হয় না।

যখন আমি দেখি আওয়ামী লীগই আওয়ামী লীগের ঘর কাটছে, অর্ন্তকলহে লিপ্ত হচ্ছে , দলের সিদ্ধান্ত মানছে না। তখন আমি ভয় পাই।   বিএনপিকে ভয় পাওয়ার কিছু নেই। শেখ হাসিনার যে উন্নয়ন, যে অর্জন , সারা বাংলাদেশ আগামী নির্বাচনে আওয়ামী লীগকেই বিজয়ী করবে। আগামী নির্বাচনে যদি আমরা নিজেরা নিজেদের ক্ষতি না করি।   তাহলে আওয়ামী লীগের জয় নিশ্চিত।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকালে কুমিল্লার বুড়িচংয়ের নিমসার জুনাব আলী কলেজ মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপির সভাপতিত্বে  অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট আব্দুল মতিন খসরু এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও  রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব

এমপি , বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম,বিদ্যুৎ , জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তাজুল ইসলাম এমপি প্রমুখ।

সাংগঠনিকভাবে পৃথক কুমিল্লা দক্ষিণ জেলার সাংগঠনিক আওতাধীন ১০ উপজেলার কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ তৃণমূলের প্রায় ৫ হাজার নেতা-কর্মীসহ দলের প্রতিনিধিরা এ সভায় অংশগ্রহণ করে। এতে জেলা-উপজেলা কমিটির নেতৃবৃন্দ,দক্ষিণ জেলার আওতাধীন সংসদীয় আসনের দলীয় এমপিবৃন্দ,উপজেলা চেয়ারম্যান ও দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ অংশ নেন।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।