ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

না’গঞ্জে সব দলে মনোনয়ন প্রত্যাশীদের ভিড়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৭
 না’গঞ্জে সব দলে মনোনয়ন প্রত্যাশীদের ভিড়  ৫ আসনে বিভিন্ন দলের মনোনয়ন প্রত্যাশীরা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ৫টি আসনেই আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বড় দুই দল। প্রতিটি আসনেই আওয়ামী লীগ ও বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী মাঠে নেমেছেন।

তবে ৫টির মধ্যে দু’টি আসনে মহাজোটের হয়ে নির্বাচিত জাতীয় পার্টির সংসদ সদস্য থাকায় সরকারি দলের মনোনয়ন প্রত্যাশীরা প্রার্থিতা নিয়ে চিন্তিত। এবার নিজ দলেরই প্রার্থী দেওয়ার পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন আসন দু’টির আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরাও।

বড় দুই দলের নেতাদের পাশাপাশি জাপার ওই দুই বর্তমান এমপিও ফের প্রার্থী হতে চাইছেন।

সব মিলিয়ে বিভিন্ন দলের হয়ে প্রায় আড়াই ডজন মনোনয়ন প্রত্যাশী ৫টি আসনে জমজমাট প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। গণসংযোগে মানুষকে নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন, কেন্দ্রে লবিং করছেন, নিয়মিত যোগাযোগ রক্ষা ও বসছেন স্থানীয় নেতাকর্মীদের সঙ্গেও।

নারায়ণগঞ্জ-১ (রুপগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন চান বর্তমান সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক ছাড়াও বাংলাদেশ সেক্টর কমান্ডার্স ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সংসদ সদস্য সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ বীরউত্তম, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া এবং কায়েতপাড়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম।

আসনটিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা হলেন- বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান এবং কেন্দ্রীয় বিএনপির সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া।

বর্তমান সংসদ সদস্য কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুর পাশাপাশি নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে নৌকার মাঝি হতে চান কেন্দ্রীয় যুবলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইকবাল পারভেজ।

কেন্দ্রীয় বিএনপির তিন নেতা সদস্য আতাউর রহমান আঙ্গুর, ধর্ম বিষয়ক সম্পাদক বদরুজ্জামান খসরু এবং সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ এ আসনে বিএনপির মনোনয়ন চান।

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির লিয়াকত হোসেন খোকা আশা করছেন, এবারও মহাজোটগত অথবা দলীয় প্রার্থী হয়ে সংসদে যাবেন।

তবে এ আসনে আওয়ামী লীগেরই প্রার্থী চেয়ে নির্বাচন করতে মাঠে কাজ করছেন সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাত এবং উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম।

অন্যদিকে বিএনপির মনোনয়ন চেয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মান্নান এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল।

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের প্রভারশালী নেতা এ কে এম শামীম ওসমান এবারও প্রার্থী হবেন-এটি প্রায় নিশ্চিত। আরও কয়েকজন মনোনয়ন চাইলেও কেন্দ্রীয় শ্রমিকলীগের শ্রম ও কল্যাণ বিষয়ক সম্পাদক কাউসার আহমেদ পলাশ জোরেসোরে মাঠে নেমেছেন।

বিএনপির মনোনয়ন চান কেন্দ্রীয় সদস্য সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন এবং ব্যবসায়ী নেতা জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সভাপতি শাহ আলম।

নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনের জাতীয় পার্টির বর্তমান সংসদ সদস্য বিকেএমইএ’র সভাপতি এ কে এম সেলিম ওসমান আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের একসঙ্গে ধরে রাখায় তার মনোনয়ন পেতে তেমন বেগ পেতে হবে না।

তবে প্রভাবশালী এ সংসদ সদস্যের বিপরীতে আওয়ামী লীগের নিজস্ব প্রার্থী চাইছেন অনেকে। সেক্ষেত্রে কেন্দ্রীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আনিসুর রহমান দিপু, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত এবং জেলা যুবলীগের সভাপতি আবদুল কাদির মনোনয়ন চেয়ে প্রচারণা চালাচ্ছেন।

এ আসনে সাবেক সংসদ সদস্য নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি আবুল কালাম, মহানগর বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং মহানগর যুবদলের আহবায়ক মাকসুদুল আলম খন্দকার খোরশেদ ধানের শীষের প্রার্থী হতে চান।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৭
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।