ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

আ.লীগ নেতাকর্মীর ওপর হামলায় ছাত্রলীগ-যুবলীগের বিক্ষোভ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
আ.লীগ নেতাকর্মীর ওপর হামলায় ছাত্রলীগ-যুবলীগের বিক্ষোভ ছাত্র-যুব লীগের বিক্ষোভ মিছিল

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছে জেলা যুবলীগ ও ছাত্রলীগ।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কদমতলী এলাকা থেকে জেলা যুবলীগের সহ সভাপতি মেহেদি হাসান হেলাল, জেলা ছাত্রলীগের সভাপতি টেকো চাকমার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।  

মিছিলটি কোর্ড বিল্ডিং হয়ে শাপলা চত্বরের দিকে যেতে চাইলে পুলিশ মাষ্টার পাড়া মোড়ে বাধা দেয়।

পরে সেখানে থেকে ফিরে গিয়ে প্রেস ক্লাবের সামনে এসে মিছিল শেষ করে।

মিছিল থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় মেয়র রফিকুল আলম ও তার ক্যাডারদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

মঙ্গলবার সকালে দলীয় কর্মসূচিতে অংশ নিতে পানছড়ি থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা গাড়িবহর নিয়ে আসার সময় শহরের চেঙ্গী স্কোয়ার এলাকায় মেয়র সমর্থকরা তাদের গতিরোধ করে। কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে আওয়ামী লীগের ৭জন গুরুতর আহত হন। তাদের হাসপাতাল ভর্তি করা হয়েছে। অপর দিকে মেয়র গ্রুপের ৩জন আহত হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।