ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান আদিবাসী পার্টি এখন ‘বিজেপি’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান আদিবাসী পার্টি  এখন ‘বিজেপি’ সংবাদ সম্মেলনে দলের নতুন নাম ঘোষণা করেন প্রেসিডেন্ট ও মুখপাত্র মিঠুন চৌধুরী। ছবি: শাকিল

ঢাকা: বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান আদিবাসী পার্টি নতুনভাবে বাংলাদেশ জনতা পার্টি (বিজেপি) নামে আত্মপ্রকাশ করেছে। ৫০টি ধর্মীয় সংগঠনের সমন্বয়ে গঠিত নতুন এ রাজনৈতিক দল প্রতীক চাইবে পদ্মফুল।

বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে নতুন এ নাম ঘোষণা করেন দলটির প্রেসিডেন্ট ও মুখপাত্র মিঠুন চৌধুরী।
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নবগঠিত বিজেপির মহাসচিব দেবাশীস সাহা, ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক দেবদুলাল সাহা, বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক সবুজ কৃষ্ণ মুরারী, যুব পার্টির সভাপতি আশিক ঘোষ অসিত, সাধারণ সম্পাদক পার্থ প্রতীম বৈরাগী প্রমুখ।


 
দলের নতুন নাম ঘোষণা করে মিঠুন চৌধুরী বলেন, আগামী নির্বাচনে ৩০০ আসনে মনোনয়ন চূড়ান্ত করার স্বার্থে বাংলাদেশ জনতা পার্টি (বিজেপি) নামে আত্মপ্রকাশ করল। এ পার্টি নির্বাচনী প্রতীক চাইবে পদ্মফুল ও পদ্মফুলের নিচে দু’টি হাত।
 
তিনি জানান, ২০১৪ সালে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান আদিবাসী পার্টি আত্মপ্রকাশ করে। ‘সংখ্যালঘু’দের অধিকার প্রতিষ্ঠায় গত ৪ বছর  এ দলটি রাজপথে বহু আন্দোলন-সংগ্রাম করেছে। সে আন্দোলন-সংগ্রামকে আরো বেগবান করতে ৫০টি সমমনা সংগঠনের সমন্বয়ে দলের নতুন নাম দেওয়া হয়েছে বিজেপি।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
এজেড/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।