ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

উপজেলা আ.লীগের কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ১৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
উপজেলা আ.লীগের কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ১৭ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরগুনা: বরগুনার পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে বর্ধিত সভা চলাকালে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১৭ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে বরগুনা সার্কিট হাউজ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে জুয়েল (২২), মোহাম্মদ আলী (৫০), মো. গোলাম মোস্তফা (৬০), মো. সেলিম (৪৫), রমিম (৩৩), রাজিব (৩০), রুবেল (২৫), জাহাঙ্গীর (৪৫), রফিক (৬০), শাহিন (৩০), মনির (৬০) ও স্বপনের (৫০) নাম জানা গেছে।

তারা সবাই পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকার। তাদের মধ্যে রুবেল, সেলিম ও স্বপনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

প্রতক্ষদর্শীরা জানায়, বরগুনার সার্কিট হাউজে পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা চলাকালে ওই এলাকায় অবস্থান নেয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন ও ফারজানা সবুর রুমকির অনুসারীরা। এসময় রুমকির অনুসারীদের উপর অতর্কিত হামলা চালায় শওকত হাচানুর রহমান রিমনের অনুসারীরা। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় অন্তত ১৭ জন আহত হন। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন বাংলানিউজকে জানান, রুমকির অনুসারীরা তাদের কর্মীদের উপর অতর্কিত হামলা করে। এতে তার বেশ কয়েকজন অনুসারী আহত হয়েছেন।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদুজ্জামান বাংলানিউজকে জানান, পুলিশের সতর্ক অবস্থানের কারণে সংঘর্ষটি ছড়িয়ে পড়তে পারেনি। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।