ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

হিজলা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
হিজলা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

বরিশাল: বিএনপির হিজলা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 

বরিশাল উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাউদ্দিন ফরহাদ ও সাধারণ সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ৭৭ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) কমিটি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাউদ্দিন ফরহাদ।

কমিটিতে আহ্বায়ক করা হয়েছে আব্দুল গাফ্ফার তালুকদারকে। পাশাপাশি সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে অধ্যাপক ফখরুল আলম সবুজ ও অ্যাডভোকেট নুরুল আলম রাজুকে রাখা হয়েছে।

যুগ্ম আহ্বায়ক পদপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- হাওয়ানুর চৌধুরী, দেওয়ান মাইনুল হাসান দুলাল, মো. বেলাল জমাদ্দার, অ্যাডভোকেট মেহেদী হাসান নিপু, আব্দুল বারেক মাঝি, স ম হুমায়ুন, নায়েব নাজমুল হক, জাকির হোসেন সেলিম ও সালমা খান।

সদস্যদের মধ্যে রয়েছেন- মেজবাহ উদ্দিন চৌধুরী অপু, সৈয়দ মকবুল আলম মানিক,  অধ্যাপক মীর আব্দুল মাজেদ, মো. খলিলুর রহমান, আফসার উদ্দিন হাওলাদার, আলী আহমেদ হাওলাদার, সুমন দেওয়ান, কাজী জুয়েল, মাস্টার রুহুল আমীন সাজলু, সাইদুর রহমান রাঢ়ী, আব্দুল মন্নান খান, আব্দুর রাজ্জাক সরদার, ফরিদ ব্যাপারী, আব্দুল খালেক মাঝি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
এমএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।