ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

শরণখোলায় ১৪৪ ধারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৭
শরণখোলায় ১৪৪ ধারা

বাগেরহাট: একই সময় একই স্থানে আওয়ামী লীগের দু’গ্রুপ সমাবেশ আহ্বান করায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় বাগেরহাটের শরণখোলা উপজেলার খোন্তাকাটা বাজারে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় এ ধারা জারি করা হয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তা বহাল থাকবে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জলিল বাংলানিউজকে জানান, প্রশাসনকে না জানিয়ে বাগেরহাট-৪ আসনের এমপি ডা. মোজাম্মেল হোসেন গ্রুপ ও শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামালউদ্দিনের গ্রুপ একই জায়গায় সমাবেশ ডাকে। এ নিয়ে দুপুরের পর থেকে ওই এলাকায় উত্তেজনা দেখা দেয়।

বড় ধরনের সমস্যা এড়াতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে বিকেল চারটার দিকে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ ধারা বহাল থাকবে।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ২২ সেপ্টেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।