ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

মৌলভীবাজারে পৌর কমিশনারকে কুপিয়ে জখম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৭
মৌলভীবাজারে পৌর কমিশনারকে কুপিয়ে জখম আহত পৌর কমিশনার স্বাগত কিশোর দাস/ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও পৌর কমিশনার স্বাগত কিশোর দাসকে কুপিয়ে জখম দুর্বৃত্তরা।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নিজ ঘরে ঢুকে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা তাকে কুপিয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার।

জানা যায়, রাতে তিনি নিজ বাসায় অবস্থান করছিলেন।

এসময় দুর্বৃত্তরা তার ঘরে ঢুকে অতর্কিত হামলা চালায়। স্ত্রী এগিয়ে এলো তাকেও আহত করা হয়।  

স্বাগত কিশোর দাসের মাথায় গুরুতর আঘাত লেগেছে। তাকে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতাল এবং পরে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

মৌলভীবাজার মডেল থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বাংলানিউজকে বলেন, স্বাগত কিশোর দাসের স্ত্রী মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাকে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩১১, সেপ্টেম্বর ২২, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।