ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

রাজধানীতে জামায়াতের ৭ কর্মী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭
রাজধানীতে জামায়াতের ৭ কর্মী আটক

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে লালমাটিয়া ইউরো বাংলা হাসপাতালে নাশকতা পরিকল্পনার অভিযোগে জামায়াতের সাত কর্মীকে আটক করেছে পুলিশ।

রোববার (২৪ সেপ্টেম্বর) সকালে আটকের বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, লালমাটিয়া ইউরো বাংলা হাসপাতালে নাশকতার পরিকল্পনা করা হচ্ছিলো।

এমন তথ্যের ভিত্তিতে শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে লালমাটিয়া এলাকায় অভিযান পরিচালনা করে জামায়াতের সাত কর্মীকে আটক করা হয়।

তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ পাওয়া গেছে। রোববার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭
এসজেএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।