ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

‘প্রয়োজনে রাষ্ট্রপতির সাক্ষাৎ চাইবো’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৭
‘প্রয়োজনে রাষ্ট্রপতির সাক্ষাৎ চাইবো’ সকালের সভা শেষে ব্রিফিংয়ে অ্যাডভোকেট জয়নুল আবেদীন। ছবি: সুমন শেখ

ঢাকা: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার একমাসের ছুটিতে যাওয়ার বিষয়টি নিয়ে আইনজীবীদের বৃহত্তর ঐক্য গড়ে প্রয়োজনে রাষ্ট্রপতির সাক্ষাৎ চাইবেন বলে দাবি করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

সমিতির কার্যনির্বাহী কমিটির মঙ্গলবার (০৩ অক্টোবর) সকালের জরুরি সভার ধারাবাহিকতায় বিকেলে সিনিয়র আইনজীবীদের নিয়ে সভা শেষে এ দাবি করেন তিনি।

সভায় উপস্থিত সিনিয়র আইনজীবীরা এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলে উল্লেখ করে জয়নুল আবেদীন বলেন, ‘প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে দেখা করতে না পারায় আমরা আরও উদ্বিগ্ন’।

 

সমিতি ভবনে আয়োজিত সভায় উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, সাবেক বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী, খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার মঈনুল হোসেন, সাবেক বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী, সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান, অ্যাডভোকেট সুব্রত চৌধুরীসহ বেশ কয়েকজন সিনিয়র আইনজীবী।

সভা শেষে জয়নুল আবেদীন সাংবাদিকদের বলেন, ‘সকালে আমাদের কার্যকরী সভায় সিদ্ধান্ত হয়েছিল যে, সিনিয়র আইনজীবীদের নিয়ে সভা করবো। তারই আলোকে বিকেলে সভাটি করেছি। সেখানে আমাদের বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে’।

‘সভায় উপস্থিত প্রত্যেকেই বলেছেন, প্রধান বিচারপতির আকস্মিক ছুটিতে যাওয়াটা আমাদের সকলকে মর্মাহত করেছে। এবং আমরা মনে করি, এটি বিচার ব্যবস্থার জন্য খুবই দুর্ভাগ্যজনক। এটি কারো জন্য, এমনকি সরকারের জন্যও মঙ্গলজনক নয়’।

জয়নুল আবেদীন বলেন, ‘সকল সিনিয়র আইনজীবীই বলেছেন, আমাদের সকলকে নিয়ে বৃহত্তর ঐক্য দরকার। আমরা বুধবার বিকেল চারটার দিকে আবারও বসবো। তার আগে আইনজীবী সমিতিকে প্রকৃত তথ্য সংগ্রহ করতে বলেছেন সিনিয়র আইনজীবীরা। এ বিষয়টি নিয়ে বৃহত্তর পরিষদে আলাপ-আলোচনা করতে চাই। এ লক্ষ্যে আরও যারা সিনিয়র আইনজীবী রয়েছেন তাদের নিয়েও সভা করতে চাই’।

তিনি বলেন, ‘এমনকি বিচারপতি সিনহার ছুটির বিষয়টি নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করতে পারি কি-না- এ বিষয়েও আলোচনা হয়েছে। আমরা তার সাক্ষাৎ চাইবো, এটি নিয়েও আলোচনা করা হবে’।

সকালে জয়নুল আবেদীনের সভাপতিত্বে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ১৪ সদস্যের মধ্যে ১৩ জন প্রধান বিচারপতির ছুটিতে যাওয়ার বিষয়ে জরুরি সভা করেন। ওই সভা শেষে ‘প্রচণ্ড চাপ প্রয়োগে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে ছুটিতে যেতে বাধ্য করা হয়েছে’ বলে অভিযোগ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৭
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।