ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২০ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৭
সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির গ্রেফতার

সিরাজগঞ্জ: নাশকতা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির শাহিনুর আলমকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে শহরের কাজিপুর মোড় এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।  

সদর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম রাত সাড়ে ১১টার দিকে বাংলানিউজকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গ্রেফতার জামায়াত নেতার বিরুদ্ধে নাশকতার অভিযোগে দায়ের করা ৮টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।  

বাংলাদেশ সময়: ০৬১৫ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৭
বিএস 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।