ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

‘দলীয় কাজে ব্যবহৃত হচ্ছে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১১ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৭
‘দলীয় কাজে ব্যবহৃত হচ্ছে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়’ সাংবাদিকদের ব্রিফ করছেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। ছবি: দেলোয়ার হোসেন বাদল

ঢাকা: অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম দলীয় পারপাস সার্ভ এবং তার কার্যালয়কে দলীয় কাজে ব্যবহার করছেন বলে অভিযোগ তুলেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

বৃহস্পতিবার (০৫ অক্টোবর) সকালে সমিতির কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব অভিযোগ করেন তিনি।

বুধবার  (০৪ অক্টোবর) অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছিলেন, ‘সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি একটি রাজনৈতিক দল দখল করে নিয়েছে এবং তারা সমিতিকে রাজনৈতিকভাবে চালানোর চেষ্টা করছে’।

এর জবাবে সমিতির সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, ‘আমরা অতীতেও বলেছি, এখনো বলছি, আইনজীবী সমিতিকে আমরা কখনো দলীয়ভাবে চালানোর চেষ্টা করিনি, এখনো করছি না, ভবিষ্যতেও করবো না’।

‘বরং অ্যাটর্নি জেনারেল তার কার্যালয়ে দলীয় লোকজন বেষ্টিত থাকেন, এটিকে তিনি দলীয় কাজে ব্যবহার করছেন। তিনি একটি দলের দলীয় পারপাস সার্ভ করছেন’।

অ্যাডভোকেট জয়নুল বলেন,  ‘আপনারা দেখেছেন, উদ্ভূত পরিস্থিতিতে সমিতির ১৪ জন কার্যনির্বাহী সদস্য মিলে সিদ্ধান্ত নিয়েছি। আমরা মনে করি, এ সমিতি সকল আইনজীবীর। সে কারণে ইতোমধ্যে দল-মত নির্বিশেষে সব সিনিয়র আইনজীবী এবং সমিতির সাবেক সভাপতি-সম্পাদকদের নিয়ে দু’দফা সভা করেছি। সুতরাং, অ্যাটর্নি জেনারেল যে কথাটি বলেছেন, তা মোটেও সত্য নয়’।

সমিতির কার্যনির্বাহী কমিটি ও সিনিয়র আইনজীবীদের নিয়ে বুধবারের মুলতবি সভা বৃহস্পতিবার বিকেল চারটায় অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ব্যারিস্টার মঈনুল হোসেন, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ বর্তমান ও সাবেক নেতারা।

এর আগে সকাল ৯টার পরে ছুটিতে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার অবস্থা জানতে লিখিত দিক-নির্দেশনা ও সহযোগিতা কামনা করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন জানিয়ে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীনের নেতৃত্বে জ্যেষ্ঠ আইনজীবীরা।

ব্রিফিংয়ে এ সম্পর্কে জয়নুল আবেদীন বলেন, ‘সমিতি ও জ্যেষ্ঠ আইনজীবীদের বুধবারের সিদ্ধান্ত অনুসারে আমরা সংবিধানের অভিভাবক সর্বোচ্চ আদালতের কাছে গিয়েছিলাম। দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্‌হাব মিঞার নেতৃত্বে আদালত আমাদের কথা শুনেছেন এবং বলেছেন, আপনাদের বিষয়টি আমরা চিন্তা-ভাবনা করে দেখছি। আপনারা এ বিষয়টি নিয়ে কথা বলতে চেম্বারে আসুন’।

প্রধান বিচারপতির ছুটিতে যাওয়া নিয়ে মঙ্গলবার (০৩ অক্টোবর) সকালে জরুরি সভা করে সমিতির কার্যনির্বাহী কমিটি। ওই সভার সিদ্ধান্তের আলোকে জ্যেষ্ঠ আইনজীবীদের নিয়ে মঙ্গলবার ও বুধবার বিকেলে ধারাবাহিক সভা করা হয়, যেটি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি রয়েছে।

এসব সভার সিদ্ধান্ত অনুসারে সাবেক জ্যেষ্ঠ বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরীর নেতত্বে আইনজীবীদের প্রতিনিধি দলের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে সাক্ষাতের চেষ্টা করারও কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৭
এজেড/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।