ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

‘প্রধান বিচারপতির অসুস্থতা বিএনপির রাজনীতির হাতিয়ার’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৯ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৭
‘প্রধান বিচারপতির অসুস্থতা বিএনপির রাজনীতির হাতিয়ার’ বক্তব্য দিচ্ছেন খাদ্যমন্ত্রী অ্যাড. কামরুল ইসলাম। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: প্রধান বিচারপতির ছুটি নিয়ে বিএনপি রাজনীতি এবং তার অসুস্থতাকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহারের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাড. কামরুল ইসলাম।

বৃহস্পতিবার ( ০৫ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে ‘বিশ্ব শিক্ষক দিবস ও শিক্ষকদের মর্যাদা’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। সভাটির আয়োজন করে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)।

কামরুল ইসলাম বলেন, ‘বিএনপি প্রধান বিচারপতির ছুটি নিয়েও রাজনীতি করতে চায়। বিচারপতির অসুস্থতাকে তাদের রাজনীতির হাতিয়ার বানানোর চেষ্টা করছে। বিএনপি প্রধান বিচারপতি ও রোহিঙ্গাদের ইস্যু করে দেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করতেও তৎপর’।

তিনি বলেন, ‘বিএনপি দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে রাজনৈতিক অপকৌশল শুরু করেছে। দেশে আরেকটি  ১/১১ তৈরির কলাকুশলীরা এখনও সক্রিয়। তারা নোংরা রাজনীতির খেলায় নামতে চায়। তাদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে’।

স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, সংগঠনের সহ সভাপতি প্রফেসর সাজিদুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৭
এমএসি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।