ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত না'গঞ্জ আ.লীগ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৭
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত না'গঞ্জ আ.লীগ  প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নারায়ণগঞ্জ: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে প্রস্তুত নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ।  

চিকিৎসা ও জাতিসংঘ অধিবেশন শেষে ৭ অক্টোবর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী নেত্রী মেখ হাসিনা।  

জানা যায়, নেত্রীকে স্বাগত জানাতে ঢাকায় উপস্থিত থাকতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতারা।

সময় কম থাকায় নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতি সভা করতে না পারলেও নেতাকর্মীদের মৌখিকভাবে এ নির্দেশনা দেয়া হচ্ছে।  

শুধু জেলা ও মহানগর আওয়ামী লীগ নয়, আগামী সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের সংসদীয় আসনগুলোর মনোনয়ন প্রত্যাশীদের পক্ষ থেকেও নেত্রীকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নেতারা তাদের অনুগত কর্মীদের ইতোমধ্যে ৭ অক্টোবর বিমানবন্দর সড়কের নির্ধারিত স্থানে জমায়েত হতে নির্দেশনা দিচ্ছেন।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই জানান, আমরা নেত্রীকে স্বাগত জানাতে দলের নেতাকর্মীদের নিয়ে ঢাকায় উপস্থিত হবো। সেখানে আমরা ব্যানার নিয়ে পথের দুপাশে দাঁড়িয়ে নেত্রীকে স্বাগত জানাবো। এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন জানান, আমরা মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে সেখানে উপস্থিত হবো। কেন্দ্র থেকে নির্দেশনা দেওয়া আছে যেন কোনভাবেই আমরা অতিরিক্ত যানজট সৃষ্টি না করি, তাই আমরা নেতাকর্মী নিয়ে সু-শৃঙ্খলভাবেই সেখানে উপস্থিত থাকবো।

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত জানান, সময় কম থাকায় আমরা প্রস্তুতি সভা করতে পারিনি। কিন্তু আমাদের প্রতিটি থানা, ওয়ার্ডের নেতাকর্মীদের মৌখিকভাবে নির্দেশনা দেওয়া হচ্ছে। নেত্রীকে স্বাগত জানাতে মহানগর আওয়ামী লীগের প্রতিটি ইউনিটের নেতাকর্মীরাই বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে নির্ধারিত স্থানে উপস্থিত থাকবেন।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৭
বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।