ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

যুবদল নেতার মৃত্যুতে খালেদার শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৮ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৭
যুবদল নেতার মৃত্যুতে খালেদার শোক

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা জামাল উদ্দিন খান শাহীনের (৪৩) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

রোববার (৮ অক্টোবর) রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জামাল (ইন্না লিল্লাহে…রাজিউন)।  

তার মৃত্যুতে এক শোকবার্তায় বিএনপি চেয়ারপারসন বলেন, জামাল উদ্দিন খান শাহীন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণকে সুসংগঠিত করতে যে অসামান্য অবদান রেখে গেছে তা দলের নেতাকর্মীরা চিরদিন মনে রাখবে।

তার মৃত্যুতে যুবদল ঢাকা মহানগর দক্ষিণ একজন দক্ষ, কর্মনিষ্ঠ, নিবেদিতপ্রাণ বলিষ্ঠ সংগঠককে হারালো।  

খালেদা জিয়া জামাল উদ্দিন খান শাহীনের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, নিকটজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপর এক শোকবার্তায় জামাল উদ্দিন খান শাহীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।