ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

রাজনীতি

‘আগামী নির্বাচন হবে নৌকার নির্বাচন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
‘আগামী নির্বাচন হবে নৌকার নির্বাচন’ নাঙ্গলকোট এ আর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মীসভায় পরিকল্পনামন্ত্রী

কুমিল্লা: পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘আগামী নির্বাচন হবে নৌকার নির্বাচন। দেশজুড়ে উন্নয়নের জোয়ারে মানুষ এখন জননেত্রী শেখ হাসিনা ও নৌকার উপর বিশ্বাসী হয়ে গেছে। দেশের উন্নয়নে নৌকার কোন বিকল্প নেই সে ধারণা মনে প্রাণে বিশ্বাস করে দেশবাসী।

শনিবার (১৪ অক্টোবর)  বিকেলে কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার নাঙ্গলকোট এ আর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মীসভায় পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আরো বলেন, দেশ ও জাতির উন্নয়নে নৌকার কোন বিকল্প নেই।

আর আওয়ামী লীগ সরকারের এ উন্নয়নের কথা শুধু কথার কথা নয়। সারা দেশের দিকে তাকালেই বোঝা যায় দেশ কতটা এগিয়েছে আমরা কোথা থেকে কোথায় গিয়েছি। আমরা নিজেদের টাকায় পদ্মা সেতুকে বাস্তবে রূপ দিয়েছি। আমরা মধ্যম সারির দেশে পরিণত হয়েছি। সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা

তহবিল (আইএমএফ) বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি সাত শতাংশ ছাড়ানোর পূর্বাভাস দিয়েছে, যা আমাদের জন্য বিশাল অর্জন। আশা করছি অচিরেই আমরা উন্নত দেশে পরিণত হবো। ’

আওয়ামী লীগ সরকারের আমলে কুমিল্লায় ব্যাপক উন্নয়ন হয়েছে। কুমিল্লা ইপিজেড স্থাপন হয়েছে। এখানে ৫০ হাজার লোকের কর্মসংস্থান হয়েছে। এখন আরো অনেক উন্নয়ন কাজ হাতে নেয়া হয়েছে।

কুমিল্লা আইটি পার্ক স্থাপনের কাজ এগিয়ে যাচ্ছে। পদুয়াবাজার বিশ্বরোড থেকে নোয়াখালী পর্যন্ত ফোর লেনের কাজ শুরু হচ্ছে।

কুমিল্লা লাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আলহাজ্ব মো. রফিকুল হোসেনের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ দলীয় সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।