ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

রাজনীতি

যশোরে যুবলীগ কর্মী গুলিবিদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
যশোরে যুবলীগ কর্মী গুলিবিদ্ধ

যশোর: যশোরে দুর্বৃত্তদের হামলায় সাইদুল ইসলাম (২৮) নামে এক যুবলীগ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার (১৪ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে যশোর সরকারি এমএম কলেজের দক্ষিণ গেটে এ ঘটনা ঘটে। সাইদুল রেলগেট পশ্চিমপাড়ার বিল্লাল হোসেনের ছেলে।

তিনি যুবলীগের সদস্য বলে জানা গেছে।  

সাইদুলের বাবা বিল্লাল হোসেন বাংলানিউজকে জানান, রাতে সাইদুল পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে এমএম কলেজের দক্ষিণ গেটে পৌঁছালে দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে এসে সাইদুলকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এসময় সাইদুলের বাম হাত গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।  

এ বিষয়ে যশোর কেতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আহমল হুদা বাংলানিউজকে বলেন, গুলিবিদ্ধ সাইদুল শংকামুক্ত। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ০২৩৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
ইউজি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।