ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

রাজনীতি

জনসভা মঞ্চে অসুস্থ হয়ে পড়লেন এমপি বেলাল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
জনসভা মঞ্চে অসুস্থ হয়ে পড়লেন এমপি বেলাল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নেত্রকোনা: নেত্রকোনার পূর্বধলায় একটি জনসভার মঞ্চে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল (বীরপ্রতীক)।

বুধবার (১৮ অক্টোবর) দুপুর ১টা ১৫মিনিটের দিকে পূর্বধলা চৌরাস্তায় আওয়ামী লীগের জনসভায় বক্তব্য রাখছিলেন তিনি।

এসময় অতিরিক্ত গরম ও শারীরিক দুর্বলতার কারণে সংসদ সদস্য অসুস্থ হয়ে পড়েন।

পরে দলীয় নেতাকর্মীরা তাকে মাথায় ও সমস্ত শরীরে পানি ঢেলে কিছুটা সুস্থ হলে মঞ্চ থেকে নামিয়ে নেন।

পূর্বধলা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন বাংলানিউজকে জানান, অতিরিক্ত পরিশ্রম ও সময় মতো না খাবার কারণে এমনটি হয়েছে।

জনসভা শেষে দুর্গাপুর বিরিশিরি ভিত্তিপ্রস্তর নির্মাণ কাজের উদ্বোধন করার কথা ছিল সংসদ সদস্য বেলালের।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।