ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

রাজনীতি

রুশ বিপ্লবের শতবর্ষ উপলক্ষে রংপুরে লাল পতাকার গণমিছিল

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
রুশ বিপ্লবের শতবর্ষ উপলক্ষে রংপুরে লাল পতাকার গণমিছিল রংপুরে রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের শতবর্ষ উদযাপন পরিষদ এর গণমিছিল

রংপুর: রুশ বিপ্লবের শতবর্ষ উপলক্ষে রংপুরে হাজার-হাজার মানুষের লাল পতাকার গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের শতবর্ষ উদযাপন পরিষদ, রংপুর মহানগরের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে লাল পতাকা-গণমিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

এ সময় সজ্জিত ট্রাকমঞ্চ থেকে গণসঙ্গীত পরিবেশন করা হয়।

মিছিলের শুরুতে রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের শতবর্ষ উদযাপন পরিষদ- রংপুর মহানগরের আহ্বায়ক ডা.সৈয়দ মামুনুর রহমানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সাবেক পৌর চেয়ারম্যান মোহাম্মদ আফজাল লাল পতাকার গণ মিছিলের উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় বক্তারা বলেন, রুশ সমাজতান্ত্রিক বিপ্লব গোটা মানবজাতিকে শোষণ বৈষম্যহীন মানবিক সভ্যতা নির্মাণের পথ প্রদর্শন করেছে। পুঁজিবাদের বিপরীতে সব দিক দিয়ে সমাজতন্ত্রের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়েছে। পরে নানা কারণে সমাজতন্ত্রের বিপর্যয় ঘটেছে; কিন্তু সমাজতন্ত্রের চেতনা আজও অম্লান। তাই আমরা রংপুরবাসীর পক্ষে সমাজতন্ত্রের প্রতি আমাদের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। সে লক্ষে কৃষক-শ্রমিক মেহনতী মানুষকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানাচ্ছি।

ওয়ার্কার্স পার্টির নেতা মাজিরুল ইসলাম লিটনের নেতৃত্বে মিছিলে বাসদ নেতা আব্দুল কুদ্দুস, জাসদ নেতা গৌতম রায়, সিপিবি নেতা মফিজুর রহমান, জাসদ নেতা ফারুখ আহমেদ, গণতন্ত্রী পার্টির নেতা নৃপেন রায়, রুশ বিপ্লবের শতবর্ষ উদযাপন পরিষদ রংপুর জেলার সদস্য সচিব শাহীন রহমান সহ বিভিন্ন প্রগতিশীল সামাজিক-সাংস্কৃতিক, ছাত্র, যুব ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময় ১৬৩৩ ঘণ্টা, অক্টোবর ১৮,২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।