ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদার আত্মপক্ষ সমর্থনের পরবর্তী তারিখ ২৬ অক্টোবর 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
খালেদার আত্মপক্ষ সমর্থনের পরবর্তী তারিখ ২৬ অক্টোবর  আদালতে খালেদা জিয়া- ছবি: দীপু মালাকার

ঢাকা: আত্মপক্ষ সমর্থন করে আদালতে দেওয়া খালেদা জিয়ার বক্তব্য মুলতবি ঘোষণা করে পরবর্তী ২৬ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। 

এর আগে জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন আবেদন করে আদালতে আত্মপক্ষ সমর্থন করেন খালেদা জিয়া।  মামলার শুনানি শেষে একঘণ্টা বক্তব্য রাখেন তিনি।

 

আদালতের বিচারক ড. আখতারুজ্জামান শুনানি শেষে ১ লাখ টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন।  

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বেলা সোয়া ১২টায় তিনি আদালতে বক্তব্য শুরু করে সোয়া ১টায় শেষ হয়।  ১টা ২০ মিনিটে খালেদা জিয়ার এজলাস ত্যাগ করেন।  

এর আগে বকশীবাজার আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক ড. মো. আখতারুজ্জামান এক লাখ টাকার মুচলেকায় এ জামিন মঞ্জুর করেন। এছাড়া খালেদা জিয়াকে দেশের বাইরে যেতে হলে আদালতের অনুমতি নিতে হবে।  
 
মামলা দুটোয় খালেদা জিয়া আদালতে হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।  

দুর্নীতির মামলা দুটোয় জামিন চাইতে বেলা ১১টা ১৭ মিনিটে  বকশীবাজার আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ আদালতে পৌঁছান খালেদা জিয়া।  

এর আগে সকাল ১০টা ২৭ মিনিটে তিনি গুলশানের বাসা থেকে আদালতের উদ্দেশে রওয়ানা হন।  

খালেদা জিয়া লন্ডনে থাকা অবস্থায় ঢাকা ও কুমিল্লার নিম্ন আদালতে তার বিরুদ্ধে ৫টি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।   

তিনমাস লন্ডনে অবস্থানের পর বুধবার (১৮ অক্টোবর) বিকেলে দেশে ফিরেন বিএনপি চেয়ারপারসন।

**আত্মপক্ষ সমর্থনে একঘণ্টা বক্তব্য দিলেন খালেদা
**আত্মপক্ষ সমর্থন করে খালেদার বক্তব্য শুরু 
**দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন মঞ্জুর 

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
এমআই/এজেডএস/বিএস 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।