ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

রাজনীতি

উন্নয়ন ও শান্তির জন্য আ’লীগের বিকল্প নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৭
উন্নয়ন ও শান্তির জন্য আ’লীগের বিকল্প নেই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: উন্নয়ন ও শান্তির জন্য আওয়ামী লীগের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, দুনিয়াজুড়ে বাংলাদেশের স্বাস্থ্য সেক্টরের প্রশংসা রয়েছে। কিন্তু গ্রামের জনগণের চিকিৎসা সেবায় কোনো গাফিলতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটিতে ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতাল ভবন ও কার্যক্রমের উদ্বোধন শেষে হাসপাতাল চত্বরে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, উন্নয়ন ও শান্তির জন্য আওয়ামী লীগের কোনো বিকল্প নেই। ক্ষমতায় এসে আওয়ামী লীগ বিএনপির মতো  হাওয়া ভবন, নৈরাজ্য ও জঙ্গিবাদের সৃষ্টি করেনি।

এসময় আগামী নির্বাচনেও শান্তির পক্ষে রায় দেয়ার জন্য তিনি জনগণের প্রতি আহবান জানান। নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টির আহবান জানিয়ে মন্ত্রী সরকারের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, খাদ্য, বিদ্যুৎসহ বিভিন্ন খাতের উন্নয়নের চিত্র তুলে ধরেন।

জেলা স্বাস্থ্য বিভাগ আয়োজিত এ জনসমাবেশে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. শেখ মো. মনজুর রহমান।

এসময় বক্তব্য রাখেন-স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল এমএ মোহী, স্বাস্থ্য অধিদফতরের সিবিএইচসি’র পরিচালক ডা. আবুল হাসেম খান, রাজশাহী বিভাগের পরিচালক আব্দুস সোবহান, সিরাজগঞ্জের জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর ইসলাম, কৃষক লীগের কেন্দ্রীয় সহ সভাপতি আব্দুল লতিফ তারিন, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক জান্নাত আরা তালুকদার হেনরী, থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান দুদু, বাগবাটি ইউপি চেয়ারম্যার জাহাঙ্গীর আলম।

এছাড়াও শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের প্রকল্প পরিচালক ডা. বাকির হোসেন, এইচইডি’র নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, ছোনগাছা ইউপি চেয়ারম্যান সহিদুল আলম এবং রতনকান্দি ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা খোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৭
টিএ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।