ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

রাজনীতি

আশাশুনি উপজেলা জামায়াতের কোষাধ্যক্ষসহ আটক ৪ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
আশাশুনি উপজেলা জামায়াতের কোষাধ্যক্ষসহ আটক ৪ 

সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলা জামায়াতের কোষাধ্যক্ষ আফছার উদ্দিনসহ চারজনকে আটক করেছে পুলিশ। 

এ সময় তাদের কাছ থেকে ১৯টি বই, চাঁদা আদায়ের রশিদ, রেজিস্ট্রারসহ বিভিন্ন খাতাপত্র উদ্ধার করা হয়।  

রোববার (২২ অক্টোবর) ভোরে উপজেলার শ্রীউলা ইউনিয়নের হাড়িভাঙ্গা গ্রামে গোপন বৈঠকের সময় তাদের আটক করা হয়।

আটক অন্যরা হলেন- বুধহাটা ইউনিয়নের বেউলা গ্রামের নজরুল গাজী, বাটরা গ্রামের ইসমাইল সরদার ও শ্রীউলা গ্রামের আব্দুর রহমান।  

আশাশুনি থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বাংলানিউজকে জানান, ভোরে উপজেলা পর্যায়ের জামায়াত নেতারা শ্রীউলা গ্রামের আফছার উদ্দিনের বাড়িতে গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে সেখানে অভিযানে যায় পুলিশ। টের পেয়ে অনেকে পালিয়ে গেলেও চারজনকে আটক করা সম্ভব হয়।  

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।