ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জে বিএনপির ডাকা আধাবেলা হরতাল প্রত্যাহার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
সিরাজগঞ্জে বিএনপির ডাকা আধাবেলা হরতাল প্রত্যাহার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে হরতাল ডাকার পাঁচ ঘণ্টার মধ্যেই তা প্রত্যাহার করে নিয়েছে জেলা বিএনপি।

রোববার (২২ অক্টোবর) রাত ৮টার দিকে এ হরতাল প্রত্যাহার করে নেয়া হয়।

এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে সংবাদ সম্মেলন করে সোমবার (২৩ অক্টোবর) আধবেলা হরতাল আহ্বান করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদের ওপর সন্ত্রাসী হামলা ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদে এ হরতাল ডাকা হয়েছিল।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু হরতাল প্রত্যাহারের বিষয়টি  নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, সন্ধ্যার পর সিরাজগঞ্জের পুলিশ সুপারের একটি প্রতিনিধি দল শহরের হোসেনপুর মহল্লায় জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের বাসায় যায়। এসময় দলীয় নেতাদের সঙ্গে দেখা করে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দেয়া হয়। এর পরিপ্রেক্ষিতে জেলা বিএনপির পক্ষ থেকে হরতাল প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়।

বাংলাদেশ সময়: ০০৩৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।