ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

রসিক কাউন্সিলরের মৃত্যুতে প্রতিমন্ত্রী রাঙ্গার শোক

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
রসিক কাউন্সিলরের মৃত্যুতে প্রতিমন্ত্রী রাঙ্গার শোক

রংপুর: রংপুর সিটি করপোরেশনের সংরক্ষিত ওয়ার্ড-৬ এর কাউন্সিলর আঞ্জু মনোয়ারা বেগম গিনির মৃত্যুতে শোক প্রকাশ করছেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা।

সোমবার (২৩ অক্টোবর) এক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।  

রোববার(২২ অক্টোকবর দিবাগত ইন্তেকাল করেন তিনি।

তিনি দীর্ঘদিন ধরে মরনব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন।  

শোক বার্তায় প্রতিমন্ত্রী বলেন, আঞ্জু মনোয়ারা বেগম গিনি ছিলেন গণমানুষের নেত্রী। তার মৃত্যুতে রংপুরবাসী এক আলোকিত মানুষকে হারালো। তার কৃতিত্ব রংপুরবাসীর হৃদয়ে থাকবে।  

তিনি ২ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান প্রতিমন্ত্রী রাঙ্গা।  
 
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।