ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘মহাজোটের ঐক্য ধরে রাখা প্রয়োজন’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৫ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৭
‘মহাজোটের ঐক্য ধরে রাখা প্রয়োজন’ সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

ঢাকা: মহাজোটের ঐক্য ধরে রাখার প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু। একই সঙ্গে তিনি শরিক দলের নেতাকর্মীদের প্রতি ক্ষমতাসীন দলের এক শ্রেণীর নেতাকর্মীর বিদ্রুপ ও তুচ্ছ তাচ্ছিল্যমূলক আচরণের নিন্দা জানান।

বৃহস্পতিবার (০৯ নভেম্বর) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ সব কথা বলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

ইনু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের অতীত ইতিহাস জেনে বুঝেই রাজাকার, স্বাধীনতা বিরোধী জামাত-বিএনপি বিরোধী ১৪ দলীয় জোট বা মহাজোট গঠন করেছিলেন।

তিনি নিজে ৯৯ পয়সা বা ৮০ পয়সার মালিক হয়েও ১ পয়সা বা ২০  পয়সার শরিকদের সমান মর্যাদা দিয়েছেন ও কদর করেছেন।

তার এই সিদ্ধান্তে স্বাধীনতা বিরোধী ও রাজাকার জঙ্গিদের দোসর বিএনপি জামাত জোট ২০০৮ সালের নির্বাচনে পরাজিত হয়। দেশে রাজাকার ও জঙ্গি বিরোধী যে লড়াই চলছে, তা এখনো শেষ হয়নি। এই লড়াইয়ের চেয়েও আরো কঠিন হলো জঙ্গি ও রাজাকার মুক্ত দেশকে ধরে রাখা। এজন্য ১৪ দলীয় জোট বা মহাজোটের ঐক্য ধরে রাখা দরকার। প্রয়োজনে এ জোটের হাজার বছরের ঐক্য সংহত হওয়া প্রয়োজন বলে আমি মনে করি।

তিনি আরও বলেন, কিন্তু দুঃখহজজনক হলেও সত্য, শরিক বড় দলের অনেক নেতা কর্মী অনেক শরিক দল নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেন, বিদ্রুপ করেন। এটা ঠিক নয়। এতে ঐক্য নষ্ট হবে। তবে এ সময় তিনি কারো নাম উল্লেখ করেননি।

বুধবার নিজের নির্বাচনী এলাকায় দেয়া বক্তব্যের ব্যাপারে এক প্রশ্নের জবাবে ইনু বলেন, সার্বিক পরিস্থিতি দেখেই আমি আমার নির্বাচনী এলাকায় গতকাল বক্তব্য দিয়েছি।

তিনি বলেন, শেখ হাসিনার গড়া এই ঐক্য নষ্ট হলে দেশ আফগানিস্তান বা পাকিস্তানের মতো রক্তে ভাসবে। এই শংকা থেকে দেশ রক্ষায় ঐক্য ধরে রাখতে হবে।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
আরএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।