ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘খালেদা জিয়াকে জেলে পুড়ে অবৈধভাবে মসনদে বসা যাবে না’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৭
‘খালেদা জিয়াকে জেলে পুড়ে অবৈধভাবে মসনদে বসা যাবে না’ আলোচনা সভা-ছবি-বাংলানিউজ

বরিশাল: ‘সরকার যদি মনে করে খালেদা জিয়াকে জেলে পুড়ে আবার অবৈধভাবে মসনদে বসবেন তাহলে আওয়ামী লীগ সরকার বোকার স্বর্গে বাস করছে।’ 

৭ নভেম্বর বিএনপি ঘোষিত ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে বরিশাল নগরের অশ্বিনী কুমার হলে মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার একথা বলেন।  

তিনি আরও বলেন, বিএনপিকে অনুমতির নামে সভা-সমাবেশ করতে দেওয়া হচ্ছে না।

কিন্তু আর কতদিন এভাবে চলবে। ফাঁকা মাঠে গোল দিয়ে হাসিনা সরকার রাজত্ব কায়েম করে চলেছে। কিন্তু আগামী নির্বাচনে তা আর হতে দেওয়া যাবে না। খালেদা জিয়ার আহ্বানে রাজপথে আন্দোলন করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন-বরিশাল মহানগর বিএনপির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, বিএনপির সিনিয়র নেতা অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান ফারুক, বরিশাল মহানগর বিএনপির সহ সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিন, কোতয়ালী বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন লাবু প্রমুখ।

বাংলা‌দেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
এমএস/আরআর


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।