ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় যু্বলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
বগুড়ায় যু্বলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় যু্বলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ছবি: আরিফ জাহান-বাংলানিউজ

বগুড়া: নানা আয়োজনের মধ্য দিয়ে বগুড়ায় যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শনিবার (১১ নভেম্বর) দুপুরে শহরের সাতমাথা সংলগ্ন টেম্পলরোডের দলীয় কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
 
পরে জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলুর পরিচালনায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মান্নান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। চলমান উন্নয়ন ধারা অব্যাহত রাখতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিএনপি উন্নয়নের সেই ধারাকে বাধাগ্রস্ত করতে নানামুখী ষড়যন্ত্র করছে। যুবলীগ নেতাকর্মীদের এ ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য কামরুন্নাহার পুতুল (এমপি), জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট রেজাউল করিম মন্টু, যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, ছাত্রলীগ নেতা অসীম কুমার রায় প্রমুখ।  

এর আগে, সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সোয়া ৭টায় দলীয় কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
এমবিএইচ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।